চৌবাচ্চাটিতে স্বচ্ছ পানি ছিল
কতিপয় রঙিন মাছ লুটোপুটি খেলা করতো
কিভাবে যেন চৌবাচ্চাটির তলদেশে
ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের জন্ম হলো, অতি নীরবে-অগোচরে
চুইয়ে চুইয়ে পালাতে থাকে সঞ্জীবনি সুধা
নম্র এবং ভীষণ শান্ত ঘাতক।
রঙিন মাছগুলি সাঁতার কাটতো, লুটোপুটি খেলতো
মাঝে মাঝে লম্ফ দিয়ে পৃথিবীর আকাশ দেখতো
ক্রীড়াশৈলীতে কেউ কেউ মোহিত হতো
স্বপ্নে বিভোর ছিল রঙিন মাছ
প্রেমের দিগ্বলয়ে স্বপ্নের জাল বুনতো।
কেবল স্বপ্ন কী বাঁচিয়ে রাখতে পারে !
স্বপ্ন প্রেরণা বটে
বিদ্যমান সামর্থ্যকে উদ্দীপ্ত করে
সামর্থ্য কেউ দান করে, সময় হলে কেড়ে নেয়।
বিলাসী বাগানে জোনাকিও মগ্ন, স্বপ্নে বিভোর
পেটে পিটপিটে আলো, জ্বলে এবং নিভে যায়
চোখের দেখায় কেউ কেউ মুগ্ধও হয়
সে আলোর রহস্যও বুঝি তেমনই
কেউ দান করে এবং কেড়ে নেয় !
ফিরোজ, দিলকুশা, ২০/০৬/২০১৯