ওগো, জ্বলে ওঠো হেরা
শিখায় শিখায় সূর্যের হাতে লুণ্ঠিত হয় অন্ধকার

তোমার চরণ তলে বরণ ডালা
অশ্রুপাতে সাগর জল
আমার স্বপ্নমাঝে ঝিলিক দ্যুতি
একটুও তার নেইরে ছল
কান্নারা হোক ভোরের শিশির
সিক্ত করুক শতদল

হে মুসাফির, আর ঘর ছাড়া নয়,
উন্মুখ চঞ্চলতায়
এসো ঘরে ফিরে
নির্জীব আলস্যে নয়, বিজয়কেতন হাতে
অস্থির ব্যাকুলতায়

মানবতার বিশ্ব, এ বিশ্ব সবার
গড়ে তোল বিশ্বমাঝে জান্নাতের ঘর
কালের সীমার ঊর্ধ্বে উঠে
জীবনের হোক বিস্তার,
আলেস্যের নিদ টুটে জেগে ওঠো ভালোবাসা
জেগে ওঠো পৃথিবী, বৃক্ষের জাগরণ
প্রসারিত আত্মার বুকে বুকে জাগে আশা

দৈর্ঘ্যবিহীন সময়ে জীবনের সংরক্ষণ
ক্রমাগত নৈকট্যে পূর্ণতার আস্বাদন।

ফিরোজ, মগবাজার, ২০/১০/২০২০