ভিজে ভিজে জবুথবু পাখি
তোমার ডানাতে
একটু টোকা দিয়ে গেলাম
ডানা দুটির ঝাঁপটা মারো একবার
যত আছে আবর্জনা - বাতাসে সরে যাক
ডানাভাঙ্গা আহত পাখি
কেন এতো সকাতর মিনতি?
ডানা নেই, ঠোঁট আছে
ঠোঁটের আঘাতে -
দানাগুলো ছিন্নভিন্ন হোক!
অদৃশ্য হয়ে যাক সব …!
ফিরোজ, মগবাজার, ২৯/০৬/২০২১