শিশিরের ঘাসফুল লুকোলো সুমুখে
ব্যথাগুলো জড়সড় জমে যায় বুকে
জলে ডুবে শ্বাসরুদ্ধ কলিজায় খুন
সলিলে সমাধি পরে হৃদয়ে আগুন
শরতের সাদা মেঘ আঁধারের কালো
অসহ যাতনে জ্বলে নিভে গেল আলো
দলিত মথিত ডানা ভেঙ্গে খানখান
নিসাড় অসাড় পাখি মরুময় প্রাণ ৷
নিয়তির সরোবরে কেড়ে নিল স্বর
অচেতনে আলুথালু বেদনার ঘর
করাতে পাদপ চেরা ছেঁড়া শতদল
বেদনে পাথর শোক চোখে নেই জল ৷
ঝড়ো কাক বসে রয় হিজলের ডালে
ভাসমান তরণীর হাওয়া নেই পালে ৷
ফিরোজ, মগবাজার, ২৬/০৮/২০২৩