কুল ছাড়লেও মুছে যায় না ভুল
পণ করেও পাওয়া যায় না মন
জলজ উপাখ্যানে পুনঃপুন রঙের বদল হয়
অচেনা শাবকের জন্য
করিডোরের বহিরাঙ্গন ভারী পিচ্ছিল
অথচ করিডোরের অন্দরের বসতি
শুয়ে থাকে কোমল-মোলায়েম বিছানাতে
শুধু ইঙ্গিত দেয় ...
বিশেষ শর্ত পূরণে স্থান মেলে ঝলকিত নিষিদ্ধ করিডোরে
তবে সেই শর্তগুলো কুহেলিকায় ঢেকে রাখা
বিশেষ আশীর্বাদে কেবল জট খোলা যায়
বহিরাঙ্গনে জলজ উপাখ্যান
চমকিত রঙ বেরঙের ঝলকানি
কারো কারো চাতক চোখের দৃষ্টি
করিডোরের দেয়ালে প্রতিফলিত হয়ে ফিরে আসে
এক নির্ধারিত বলয়ে
আটকে আছে ঝকমকানি নিষিদ্ধ করিডোর …
ফিরোজ, মগবাজার, ১২/০২/২০২০