দূর অতীতের চিহ্ন রেখা
এ সময়ের চোখে
এ সময়ের ভেদ ভেদাভেদ
অতীত গেছে শোকে।
ঐ সুদূরের স্বপ্নগুলো
দাঁড় করালো পথে
পথের উপর পথ দুলিছে
একলা কোনো মতে।
পথের পরে পথ হারালাম
সব করেছে নষ্ট
একটি করে বৃষ্টি ফোঁটা
একটি করে কষ্ট।
ছিন্ন পাতার জীর্ণ মলাট
ধূসর কালের খেলা
একলা একা বসে আছি
একটি বিকেল বেলা।
চোখের উপর মেঘ জমেছে
লাগলো ব্যথা কিসে?
শুকনো বক্ষ ধুলোয় মলিন
নীল বেদনার বিষে।
ফিরোজ, মগবাজার, ০১/০৮/২০২৩