ওদের একটুও তর সইছিলনা
জলদি জলদি ঝুলিয়ে দিবে
শেষমেশ ঝুলিয়েই দিলো …
অগোচরে ঘুণ ধরেছে পাটাতনে
হঠাৎ, মড়মড় শব্দঝড়
কেঁপে ওঠে দিগন্ত
ঢেকে গেলো বিষাদের ছায়ায় …
মঞ্চে সাজানো ফাঁসির রজ্জু
তলদেশে সেই খোঁড়া গর্ত …
হায় !
বিচারের বাণী কেঁদে কেঁদে মরে !!!
ফিরোজ, দিলকুশা, ২২/০২/২০১৮