মূল্য তালিকায় জ্বলে উঠেছে আগুন
জিহ্বাতে এক দলা শুকনো মরিচের গুড়া
কড়া ঝাঁজে অসহ জ্বলন
অসহ্য কাতর মুখ হতে
পদপৃষ্ঠে ঝরে পড়ে যন্ত্রণার লালা
টিসিবির ট্রাকেও দীনতার মোড়ক

ওদিকে পথ ও পিঠের উপর স্বজনের ভর
কামাইয়ের ভুঁইয়ে ভুঁইয়ে-
বাড়তি হাত ও পা, বাড়তি মাথা
এবং যদিও দিন-রাত্রির তিন ভাগ
ভুখা থাকে এক কিংবা দুই
এক ভাগে কোনমতে উদরের আলাপন

তথাপিও যারা বলে ভালো নেই
তারা বোঝে না সার্থকতার অর্থনীতি
কায়দা করে বেঁচে থাকাটাই - যথাযথ সমাধান
অথচ ক্রমশ বেড়ে চলে ঢের
হালনাগাদ দরিদ্রের তালিকার কলেবর …!!!

ফিরোজ, মগবাজার, ০৪/০৯/২০২১