আমি কোন মানুষ নই
মানুষেরা অন্য রকম-
হাঁটতে পারে, বসতে পারে
এ ঘর থেকে ও ঘরে, আর
শহর থেকে দূরে তারা ছুটতে পারে …
আমি কোন মানুষ নই
মানুষেরা অন্য রকম-
চোখে মুখে রাগ থাকে
মান অভিমান ছাপ থাকে, আর
ভালোবাসার স্বাদ থাকে …
আমি কোন মানুষ নই
মানুষেরা অন্য রকম-
গাইতে পারে, ছুড়তে পারে
অবসরে হাওয়ায় হাওয়ায় ভাসতে পারে
স্বপ্ন নিয়ে মন আনন্দে নাচতে পারে …
আমি কোন মানুষ নই
মানুষেরা অন্য রকম-
কাঁদতে পারে, হাসতে পারে
সুখ বিনোদন খুশির তরে
মনের মধ্যে উদার আকাশ, দূর দিগন্তে উড়তে পারে …
আমি কোন মানুষ নই
মানুষেরা অন্য রকম-
নাকের কাছে ফুলের ঘ্রাণ
কানের কাছে পাখির গান
কলকল ঝর্না ধারায় অতুল প্রাণ …
আমি কোন মানুষ নই
আবেগ বিহীন যন্ত্রদানব
চার দেয়ালে বন্দী থেকে-
ঘড়ির কাঁটায় সময় কাটে
বাক হারিয়ে সাধন খুঁজি সময়-পেটে …
আমি কোন মানুষ নই
মানুষেরা অন্য রকম …!!!
ফিরোজ, দিলকুশা, ১৯/০১/২০২২