আমার জানালার পাশ দিয়ে উড়ে গেল পৃথিবী
ওহ! এর সবকিছুই অর্থহীন
ভারী অবাক হলে … !
নিত্য জীবন বদল হবার কোন মানে নেই
মানে ছিল না কখনই
তোমার চশমা দিয়ে দেখেছি এতোদিন
তোমার নকশাতে আমার পোশাক
তোমার চিরুনিতে চুল আঁচড়াই
নিত্যদিনের আটপৌরে কাজ তোমার গণ্ডিতে
এমনকি ভাবনাটাও তোমার দেয়া নিশানার প্রতি
আমি নিজের মতো ভাবতে শিখেছি আজ
নিজের চোখে দেখতেও পারি
ওই, পৃথিবীটা হারালেই-বা কী …!
আপন মহিমাতে আপনার সুখ।
ফিরোজ, দিলকুশা, ০৫/১০/২০২০