যাকে তুমি মৃত্যু দাও
প্রভু,
রক্তের কোন গন্ধ আসে না
যাকে তুমি যাতনা দাও
ধোঁয়ার কোন চিহ্ন ফোটে না।

যাকে তুমি যাতনা দাও
যাতনার মতো সে হাসতে থাকে
যাকে তুমি মৃত্যু দাও,
তোমার দেয়া মৃত্যুর মতো
পরমানন্দে কাঁদতে থাকে।

(খাজা আবদুল্লাহ আনসারীর ফার্সী কবিতার ইংরেজি অনুবাদ “The one You kill” অবলম্বনে।)

ফিরোজ, মগবাজার, ২১/০৬/২০২১


[মুসলিম/সুফি কবি শেখ খাজা আবদুল্লাহ আনসারী (১০০৬ – ১০৮৮) পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা একজন দোকানদার হলেও আনসারী প্রচলিত বিষয় যেমন আইন ও হাদিসের পাশাপাশি ইসলামী রহস্যবাদ ও দর্শনের প্রতি শ্রদ্ধাশীল বুৎপত্তি অর্জন করেছিলেন। তাঁর লেখাগুলি এবং সংগৃহীত বাণী আজও সুফি ও সন্ধানীদের অনুপ্রাণিত করে চলেছে।]