আড়ালে পুরোনো রেখে নতুনের বেশ
ঢেকে রেখে মলিনতা পরিপাটি কেশ
চলনে বলনে ঠাট চমক জাহির
ছলনায় বাহাদুরি জমক অধীর ।
ঝিকমিক চিকচিক সদরে বাহার
ভিতরে ভিতরে জঙ কাঁদন অপার
নাকাল বিষম দোষে বাড়ায়ে বিষাদ
অতিরূপ আবরণে ভাঙনে প্রমাদ ।
ছলনার চমকিত রূপে নেই শান
ধার করা গরিমাতে জোটে অপমান
যাই থাক ধরো মেলে আপন স্বরূপ
আপনার পুরাতনে রতন অরূপ ।
যা কিছু নিজের আছে তাকে ভালোবেসে
নিজ গুণে সফলতা আসে অবশেষে ।
ফিরোজ, মগবাজার, ০১/০২/২০২০