সেদিন তুমি পাথরের টুকরোতে-
                       জ্বেলে দিলে আগুন
দেহটাকে ঢেকে দিলে আলখেল্লায়
পরম যতনে রোদে পোড়ে কাদা-মাটির পুতুল
হৃদয়ের আগুনে পুড়ে ভস্ম হয় তা
এ কোন যাদুকর …!
চোখের মণির ভিতর প্রেমের গুলবাগিচা
আত্মার ভিতরে কেবল সুরভিত স্রোত
রহস্যের রহস্যময় তালাশে-
                      কেবলই তুমি
চাঁদের আলোর পিছে তবু তুমি অপ্রকাশিত
হায়! কোন যাদুর স্পর্শে কখন মিলন হবে …

ফিরোজ,  মগবাজার, ০৮/১৪/২০২৪