কথায় কথায় ‘হাউ ডেয়ার ইউ !’
দাম্ভিকতার চরম উচ্চারণ
যেন কোন ঈশ্বর !
উচ্চাসনে বসে যেন আপন ভুবনে পরিব্যাপ্ত তিনি
‘হাউ ডেয়ার ইউ !’ অহঙ্কারের ভয়ানক অভিব্যক্তি
ভাবখানা সবজান্তা, অতিশয় জ্ঞানী
অথচ পদে পদে মূর্খতার বয়ান
ক্ষমতার বলয়ে সিদ্ধান্ত খোঁজে
দর্পভরে যত্রতত্র নিক্ষেপিত কথার বাণ
ক্রমাগত নিকৃত মানুষের দীর্ঘ-সারি
আপন ঝোলাতে হাত দিয়ে দেখে না
এক বিন্দু নাপাক পানিতে যার সৃষ্টি
এত দম্ভ কিসের !
শাহ-রগের কাছে আজরাইলের আঙ্গুল নিশপিশ করে
‘হাউ ডেয়ার ইউ !’ আহম্মকের ঔদ্ধত্য
ফিরোজ, মগবাজার, ০১/১১/২০১৯