বু…ম! বিস্ফোরণ!
কানফাটা ধ্বংসক আওয়াজ
মহাভয়ঙ্কর শব্দ তরঙ্গ
হতভম্ব কর্মব্যস্ততা
লণ্ডভণ্ড ভবন, চূর্ণবিচূর্ণ চারপাশ
বিক্ষিপ্ত পড়ে থাকা সামগ্রী
রক্তে ভিজে যাওয়া পথ …
এ্যাম্বুলেন্স, আর্তনাদ, হাহাকার
হাসপাতাল, দিশেহারা দৌড়ঝাঁপ, ছোটাছুটি
মর্গে শুয়ে আছে আবুল কাশেম
নিত্যদিন যেমন
যাত্রী বোঝাই বাস নিয়ে
পথে ছিল চালক আবুল কাশেম, নিজের বাস
প্রায় দুই বছর আগে ধার করে কেনা
আবুল কাশেমের চোখে ছিল
চিকচিকে স্বপ্ন, আর বুকভরা আশা
নিয়তির খেলায়
স্টিয়ারিং হাতেই স্বপ্নের সমাপ্তি
রয়ে গেল আট বছরের অসহায় মেয়ে
আর স্ত্রী …!!
ফিরোজ, মগবাজার, ২৮/০৬/২০২১