সেটা ছিল অরণ্যের হরিণীর বুদ্ধিদীপ্ত চাহনি
একটি প্রতীক্ষার প্লীহা চমকে উঠে ঝাঁপ দেয় সায়রে
তবু গোলাপের ঠোঁট কভু কথা বলেনি
হৃৎপিণ্ডটির সবটুকু অরণ্য হয়ে গেল
গহীন অরণ্যে বারবার দুলে ওঠে চোখের পলক
নিথর অপেক্ষা দিন কিংবা রাত্রিতে, গাঢ় তমসায়, ভরা জ্যোৎস্নায়
একটি চাঁদ একবারই ঝাঁপ দিলো সমুদ্রে
একটি অরণ্যের অনন্ত প্রহর কাটে হরিণীটির খোঁজে
একটি সন্ধ্যা তারা-
হরিণীটির চোখে চোখ রেখে কাটিয়ে দিতো
প্রাগৈতিহাসিক জমানা হতে অনন্ত কালে …!!!
ফিরোজ, মগবাজার, ১৯/১০/২০২৪