আনত মুখটা রক্তিম, লজ্জাতে নয়
এ যে হিসাবের গরমিল!
দেহটারও পাণ্ডুর বর্ণ, রক্তশূন্যতায় নয়
ভীতিকর অতিশয় হিম হিম
হাওয়ার প্রভাবে …
অতীতের কাদামাটিতে পায়ের ছাপগুলোয়
জেগে ওঠে বুক ধুকপুক শঙ্কা
গভীর রাত্রিতে প্রহরীর সতর্ক আওয়াজ
“হুশিয়ার … …”
আদিম জঙ্গল কেটে বিকশিত সভ্যতার
জনকোলাহলেও উত্তাপ বাড়ে
অচেনা ত্রাসে-
দিগন্তের প্রান্ত ছেড়ে বারবার নত হয় চোখ
পদতলের কৃত্রিম মঞ্চের প্রতি
দাঁড়াবার জায়গাটি কি নড়বড়ে …?
আনত মুখটা রক্তিম, লজ্জাতে নয়
এ যে হিসাবের গরমিল!
দেহটারও পাণ্ডুর বর্ণ, রক্তশূন্যতায় নয়
ভীতিকর অতিশয় হিম হিম
হাওয়ার প্রভাবে …
ফিরোজ, মগবাজার, ০৮/০৫/২০২২