চারিদিকে ব্যাধের ছুড়ে দেয়া
বিষাক্ত তীরের তীব্র যন্ত্রণা
হাই ! হাঁট হাঁট হাঁট …
বিষণ্ণ দুপুরে ব্যস্ত গাড়োয়ান
গরুর গাড়ির ক্যাঁচক্যাঁচ শব্দ ওঠে
আগ্রাসী তৃপ্তিতে দাম্ভিক আগন্তুক ।
বিবর্ণ পতাকায় মুড়ে
ঢেকে রাখার নিরন্তর প্রয়াস
তবুও বাতাসে ছড়িয়ে পড়ে
পচা গলিত লাশের দুর্গন্ধ
কী ভীষণ দুস্থতায় নিশ্চেতন প্রহর
অনুভূতিগুলো ভোতা হয়ে
পড়ে আছে উদাসীন নির্জনতায়
লক্ষী পেঁচা বোল হারিয়েছে
কা কা স্বর নেই কাকেদের কন্ঠেও
সংকটের নির্বাক গোধূলি কালে
ভারী অসহায় অস্বস্থির নীরবতা !
ফিরোজ, মগবাজার, ০৩/০২/২০১৯