ঘড়ির কাঁটার শব্দ, কানে বাজে টিক টিক
আকাশের তারকার পানে, চেয়ে থেকে থেকে
অবিরত চোখ, ফিরে আসে ক্লান্ত হয়ে;
এ বাংলার মাঠে ঘাটে, জারুলের বনে, দোয়েলের শিস
শুনেছি তা কতবার, কত গানে গানে;
শালিকের, বটরের, হাজারো পাখির গান
খেজুরের বনে বনে;
পরিযায়ী পাখি উড়ে যায়, কত বসন্ত কত শীত পেরিয়ে।
ছুঁয়ে ছুঁয়ে নদ নদী, সাগরের দ্বীপ-
কতকাল ছুটেছে নাবিক, অনন্ত মহাসাগরে;
হাজার শতাব্দী ধরে, ডেকেছি সহস্র কোটি বার
মাড়িয়েছি কত ঘাস, কত তৃণ তরু লতা
আপন দেশের মাঠে, ঘুমিয়েছি কতবার
আপন মাটির ধুলো প্রতিটি অঙ্গে মেখেছি বহুবার;
সোনালী ধানের শীষে, শিশিরের ফোটা
এ দেহে মেখেছি, তারে বারেবার;
অনন্তকাল সীমানাহীন, আলপথ ধরে হেঁটেছি কতবার
খুঁজেছি আপন নীড়ে, খুঁজেছি অন্তরে তারে।
কত কত রাতে, ডাহুকের ডাকে
সহস্র অযুত কোটি, নিঝুম প্রহর কেটে গেল
ঘুরে ঘুরে অবসন্ন হয়ে, তবুও পাইনি খুঁজে
কত আকাশে কত সমুদ্রে, কত বনে বনে, মানুষের ভিড়ে;
হাজার শতাব্দী পরেও, এখনো খুঁজে ফিরি তারে
এ বাংলার মাঠে ঘাটে অন্তরীক্ষে, আমার আপন দেশে
আমার আপন নীড়ে …!!!
ফিরোজ, মগবাজার, ০৯/০৯/২০২১