বাবা আজ দাদা-দাদীর গল্প বলছিলেন
অননুকূল জীবনের গল্প
বৈরিতার পিঠে দৃঢ় দণ্ডায়মান-
প্রাত্যহিক সংগ্রামের গল্প
খরস্রোতা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা
একটি বৃক্ষের গল্প
উদর পূরণের জোগাড়-যত্নে অকাল বিধবা দাদীর
তিল তিল প্রচেষ্টার গল্প …!
হঠাৎ হারিয়ে গেলাম
ফুটপাথে শুয়ে থাকা শিশুদের মধ্যে
তবে কি! লেখাপড়া শিখব, মানুষ হব
ডাক্তার কিংবা অন্যকিছু …
এবং পাহাড়, মাটি, পানি, গাছেদের মতো
মানুষের সেবায় নিযুক্ত হব!
নাকি অবাঞ্ছিত মাদকাসক্তে বুঁদ হয়ে
অসময়ে বিলুপ্ত হয়ে যাবো …!
ফিরোজ, মগবাজার, ০১/০৮/২০২৩