(১) ঐতিহ্য
ওহে শোনো !
স্মৃতিশক্তি নিয়ে খেলা করো না
এমন খেলা কেবল
ক্রীতদাসের সাথে মানায়
ক্রীতদাস শুধু মাথা নোয়াতে জানে
আমাদের নামগুলোকে
খুঁটে খুঁটে বের করবই
দৃষ্টির সম্মুখে ফিরিয়ে আনবো তাদের
স্বাধীনতা কেবল
ভূগোল পাল্টানো নয় …
(২) প্রলেপ
সময়ের টানে যা কিছু পুরোনো
শত শত প্রলেপেও
ঔজ্জ্বল্যে স্থায়ী হয় না ।
(৩) উপযুক্ততা
বন্দীত্বের জীবন সক্ষমতা কেড়ে নেয়
স্বাধীনতার শান্তি ভোগের জন্য
কিছু সমর্থ-সক্ষমতা প্রয়োজন
হঠাৎ স্বাধীনতা বিপন্ন করে জীবন
ক্ষুধার তাড়নায়, বিপন্নবোধে
আবার খাঁচায় ফিরে আসে পোষা পাখি ।
ফিরোজ, দিলকুশা, ফেব্রুয়ারি-২০১৯