নির্ভার

একটি কবিতা পড়লাম
হৃদয়ে ঝড় উঠলো
একটি কবিতা শুনলাম
দেহে শিহরণ জাগলো
একটি কবিতা লিখলাম
অন্তঃকরণ নির্ভার হলো
বিক্ষুব্ধ ঢেউ
বিদ্যুৎ স্ফুলিঙ্গ
নির্ভার প্রফুল্ল অন্তর … ।



নির্লজ্জ শিল্প

মাথা খেলে নির্লজ্জতায়
হায়া-শরম খিড়কি দিয়ে পালায়
ভ্রান্তির ইট তখন
অবকাঠামো নির্মাণের অবলম্বন
মিথ্যার ঝুলিতে সৌন্দর্যের তালাশ
আত্মপ্রবঞ্চনায় পরিতৃপ্তির ঢেকুর
বাগাড়ম্বর লিপিতে
কারুকার্যময় শিল্প-রসের আস্বাদন
অসঙ্গতির দখলিস্বত্বে বেখাপ্পা বাসর ।



সুবচন

(১)
মাঝে মাঝে নিত্যদিনকে
বড্ড একঘেয়েমি মনে হয়
তবে তা ভারী অমূল্য
কখনো কখনো
অতি উজ্জ্বল ভালোবাসা ।

(২)
সাপ যখন নিজের লেজ
খাওয়া শুরু করে
খেতে খেতে মুখাবধি পৌঁছে যায়
সময় শেষে
বড় একা, নিঃসঙ্গ তখন ।

(৩)
একটু ভালোবাসা, সেতুবন্ধন
কোমল মাটি
পৃথিবীটা পেতে পারে
স্বর্গের ছায়া ।

ফিরোজ, দিলকুশা, ১৫/০১/২০১৯, ০৪/০২/২০১৯, ০৬/০২/২০১৯