(১) বিস্বাদ
তুমি একটি কদম ফেললে
হৃৎপিণ্ড আঁতকে ওঠে
তোমার অধর আকম্পনে
কর্ণবিবর ভয়ানক সচকিত
এই বুঝি বিদ্বিষ্ট বায়ুতরঙ্গে
ঝাঁঝরা হবে কর্ণপট
নির্বোধ প্রিয়া তুমি ! মনোরম ঘরে কেন
অনবরত কাঁটা বেঁধে … !
(২) চিন্তনে চঞ্চলতা
মস্তকের পুরোনো ঝাঁপিটা
খুলে দেখি শুধুই লম্ফঝম্প
কাছে টানি দূরে সরে
দূরে ঠেলি কাছে আসে
হতবাক কিংকর্তব্যবিমূঢ়
ঝিলমিলিয়ে অপুষ্ট গান বেজে ওঠে … ।
(৩) গা ভাসানো
স্রোতে গা ভাসালে
সাঁতারের কষ্ট থাকে না
কী লাভ বলো
দূরের সৌরভ অনুভব করে
নগদ কিছু হাতে নেয়া
শ্রেয় বোধহয় … !
ফিরোজ, মগবাজার, অক্টোবর-২০১৮