(১) পরিমাপ
জিহ্বা খানায় লোভের লালা
শুদ্ধ দেখাও যা
কথার বাহু অনেক লম্বা
তুমি কিন্তু না ।
অন্যের লেজটি মাপার আগে
নিজের দিকে চাও
লেজটি তোমার কতো বড়
সেইটা দেখে নাও ।
(২) আড়াল
সস্তা কথা ছেড়ে দিয়ে
আপন নিবাস নির্যাসে
ঠিক কথাটি আড়াল করে
বাঁধন আঁটা প্রকাশে ।
(৩) নীতি ছেড়ে রীতি
নীতি ছেড়ে রীতি যদি
বড় কথা হয়
গেড়ে বসে অনাচার
আসে অবক্ষয় ।
রীতি দেখে বড়ই প্রীত
বন্ধ চোখে রয়
আসলে না থাকে গরজ
ফাওতে খোঁজে জয় ।
ফিরোজ, মগবাজার, জুলাই-২০১৮