অসহায়  

বুকের ভিতর জেগেছে বুঝি চর
জড়তায় ভারী ক্লান্তি করেছে ভর
নেই পথ, হায় নেই পারাবার !
ছিল যত ভবে
যতনে রতন
কোন অভিশাপে
নিমেষে পতন
পাশে নেই, হায় কেউ দাঁড়াবার !
জগতের প্রভু হে দেখাও কিনার
ভরসা কেবল তোমাতেই আমার ।



সময় সম্বন্ধ  

সময় যখন পাই
বৃথা সময় খাই
সময় যখন নাই
কোথা সময় পাই ?



ধোঁয়াশা  

আহা এ কী অনাসৃষ্টি !
কী যে নকলদানা মিষ্টি !
নুয়ে পড়ে হিজল গাছ
বড়শী পেতে ধরে মাছ
ভেঙে চুরে কর্মকার
নয়তো কোন ধর্ম তার ।

দিলকুশা, ২২/০২/২০১৮