শোক  

হায় ! তোমাকে হারিয়ে
এতোটাই ব্যথাতুর, এতোটাই কাতর
যেন চোখের ধারায় নদী বয়ে যায়
এ নদীর জল যদি দেহ-বিনিঃসৃত লহু হয়
হে প্রিয়, হে প্রিয় আমার
তবুও যেন শোক অপূর্ণ থেকে যায় !!



অবলোকন  

কাঁটার ভয়ে ফুলের মায়া
ভুললে কি আর হয়
আঘাত সয়ে নীরব হলে
হয় যে পরাজয় ।



অচল  

নীল রঙটি ভারী প্রিয় আমার
আকস্মিক নীলের দাগে
সাদা পরিচ্ছদ হয়ে পড়ে অচল
আমার অতি প্রিয় তুমি, একান্ত কাছের
দোহাই লাগে !
আমাকে অকেজো করো না ।

ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/০৩/২০১৭; দিলকুশা, ২৮/০৩/২০১৭ ও ১৭/০৪/২০১৭