(১) ছায়া

আলোতে হায় ছায়ার দেখা মেলে
আলো ছাড়া ঘিরে ধরে অন্ধকার
সেই ছায়াকে বাঁধতে গেলাম যেই
ছায়ার তখন হারিয়ে গেল আকার।

পূব আকাশে স্নিগ্ধ আলোয় প্রভাত
আলোয় আলোয় ছায়া সাথে চলে
ছায়া যখন অন্ধকারের স্বরূপ
নগ্ন পদে অজ্ঞতা রয় গলে।


(২) অরণ্য রোদন

অসুরের হাতে ওঠে যদি
শানিত কৃপাণ
শোক এবং মৃত্যু
বৃথা কান্না, অরণ্যে রোদন …


(৩) লুকোচুরি

চাঁদের আলো অমানিশার পিছে পিছে
মিহি জ্যোৎস্নায় আবেশিত অন্ধকার
মাঝে মাঝে মেঘ এসে ঘর বাঁধে
লুকোচুরি খেলে নিশাচর …


(৪) নিক্তি

তুমি কী বল, যাচ্ছে তাই … !
আমার কথা শোন
স্বর্গের ফোয়ারা বইবে।

তবে বিচারের নিক্তি কী
সে কথাটি কে কইবে … !


(৫) প্রেম

দাও প্রেম
প্রাণ ফিরে পাই
সে প্রাণে শুধু
ভালোবাসা বিলাই …

ফিরোজ, মগবাজার, ০৭/০৯/২০২০