শোনো শোনো ভাই ও বন্ধু
আছে একখান বয়ান
না বলাতে গুণের কথা
আটকে যাবে জবান ।
বুঝেও না বুঝিস তোরা
তেনার এমন গুণ
পাতায় পাতায় ছিটায় সার
গোড়ায় ঢালে নুন ।
চপল তিনি, মুখর এমন
পরাণ ঝালাপালা
শুনেও না শুনিস তোরা
কানগুলো সব কালা ।
ভারী উদার মনের মানুষ
নেই কি তোদের জানা ?
দেখেও না দেখিস তোরা
চোখগুলো সব কানা ।
পশ্চাতে ঘা আস্ত বাঁশে
গলায় ফুলের মালা
সম্মানিত হলাম আমি
সবার চোখে জ্বালা ।
কী আহ্লাদে আটখানা ভাব!
মুখ করোনা ব্যাদান
না করাতে গুণের কদর
আটকে যাবে জবান ।
ফিরোজ, মগবাজার, ৩০/০৯/২০১৯