তুমি ছিলে তাই নির্ভরতা ছিল
মহা-ঢেউয়ের মাঝেও নৌকাতে শান্ত ও স্থির ছিলাম
এখন কেনো যেনো এলোমেলো ছন্নছাড়া
হাওয়ায় হাওয়ায় বিশাল আকাশে
ক্রমাগত হারিয়ে যাচ্ছি
ছায়াহীন তপ্ত মরুভূমি, প্রচণ্ড রৌদ্রের খরতাপে
বুকের মধ্যে পাথরচাপা শ্বাস
স্বপ্নের কুঠরিগুলো
একে একে ভস্ম হয়ে মিলিয়ে যাচ্ছে
চরম অস্থিরতায় অন্দরে ঝড় ওঠে
কষ্টের প্লাবনে ভাসিয়ে নেয়।
যদিও পিছুটান হাত বাড়িয়ে জাপটে ধরতে চায়
তবু কেনো যেনো
শান্ত-শীতল সমুদ্রতীরে ভর করে গতিহীনতা
মৃদু হতে আরো মৃদু অক্সিজেনের প্রবাহ
একদিন হয়তো -
ক্ষীণ হতে ক্ষীণতর হৃৎপিণ্ডের স্পন্দন ... !
ফিরোজ, দিলকুশা, ১৫/০৬/২০২০