উল্টাদিকে সূর্যের উদয় হলো বুঝি ... !
উল্টাদিকে উদয়ন বলো কেনো ?
সূর্য সূর্যের পথেই আছে
বরং বাঁক ঘুরে গেছে পৃথিবীর
ঘুরে যাওয়া পথে
ইতিহাসের পিছনের ইতিহাস হতে
আজ অবধি
সবকিছুকে জাপটে ধরেছে স্থবিরতা ।
আবার বাঁক ঘুরে স্বাভাবিক নিয়মে পৃথিবী
কিন্তু কিছু কিছু দরজা বন্ধ হয়ে গেল … !
এবং ধ্বংসের নিমিত্তে অভিনব কতিপয় দরজা
আপনা আপনি খুলে গেল ।
ফিরোজ, দিলকুশা, ২৪/০৯/২০১৮