সেদিনের ঘুমঘোরে অদ্ভুত স্বপন
এক বৃত্তের কেন্দ্রে উসখুস উদ্ভ্রান্ত আমি
বৃত্তের পরিধিতে আটকে আছে ‘অজস্র পথের শুরু’
সেসব পথে ভারী ভারী পায়ের আওয়াজ কর্ণে বাজে
ঝড় ওঠে মনোচক্রবালে
রকমারি শব্দজটে ভয়ানক বিচলিত
ঘেমে-নেয়ে অসহায় একাকার
ঘন্টা বাজে অন্তর কুঠরিতে -
হুশিয়ার … ! সাবধানে পা রাখো ঠিক পথে ।
বৃত্তের কেন্দ্রে উসখুস উদ্ভ্রান্ত আমি
পরিধিতে আটকে আছে ‘অজস্র পথের শুরু’
কার চলনের রেখাতে রাখবো আমার পা !
সব রেখার বাঁকে বাঁকে খাদ জমা
ভারী শব্দগুলো কৃষ্ণগহ্বরে পতিত নক্ষত্রের
হঠাৎ ঘুম ভেঙ্গে গেল
কেউ পানি দিবে এক গ্লাস … !
ফিরোজ, মগবাজার, ২০/১২/২০১৮