আমাদের রক্তে মিশে আছে
আলপাইন, মুণ্ডা, সাঁওতাল, আদিবাসীর রক্তকণিকা
বঞ্চিত, নিপীড়িত, ক্ষুদ্র জনজাতির
অধিকার সম্ভ্রমে - হাজার বছরের লড়াই
আমাদের রক্তে আছে
নমঃশূদ্র - দলিতের সংগ্রামী রক্ত উপাদান
বর্ণাশ্রম, বর্ণভেদের প্রতিকূলে
যুগান্তরের সবুজ পতাকাকে আকাশে উড়াই
সম্মুখে লড়াইয়ের সমান্তরাল ময়দান
সময়ের দাবী
তৌহিদ-ইনসাফের নূরের বিস্তার
পুরুষ-নারী, মানুষে মানুষে ভেদবিহীন এক হও
চৈত্রের খরতাপে কেনো তবে -
একক দেহ ফেটে বিভক্ত-চৌচির?
কেন তবে অন্তরে নেই -
আপন আত্মিক ধারা, করি না আপনার যতন?
অনুভবে নেই কেন -
সীসা ঢালা দৃঢ়তর একতার বন্ধন?
চালকের আসন
উপনিবেশিক মননের শৃঙ্খলে
ও আসন বিশ্বস্ত অনুগত
অনন্ত যুদ্ধের নায়কের দঙ্গলে
আমাদের সংগ্রাম যদি হয়
স্বাতন্ত্র্য দিশাহীন, লক্ষ্যহারা গতি তার
অপেক্ষায় থাকো
বিড়ম্বনা যাপনে, সম্মুখে চূড়ান্ত হার
আমরাতো হয়ে উঠতে চাই একটি রাষ্ট্র
কেবল জনতার একটি গণরাষ্ট্র … !!
The Gangetic Delta - At The Outlet Of Three Rivers
In our blood,
the blood cells of Alpine, Munda, Santal, Native
have been mixed
For rights, for respect of deprived, oppressed, small tribes
we have thousand and thousand years of struggle
In our blood,
we have the fighting blood factors of Namasudra-Dalits
Against the caste, class-disparity
we fly the green flag of new age in the sky
A parallel field of battle is ahead
Time demands
the spread of light of monotheism-justice
Among the men and women, among the people,
be same without discrimination
Why in the fierceness of Chaitra -
the single body is split - broken to pieces?
Why don’t we have in the heart -
self-spiritual stream, don’t take self-care?
Why don't we feel -
a stronger bond of unity as pouring lead?
Driver's seat
is in the chain of colonial thinking
That seat is faithfully loyal
to the battle of the hero of eternal war
If our struggle is
puzzled distinction, aimless speed
Wait and see
for suffering curse, final defeat is ahead
We want to become a state
Only for people, a state of the people… !!
ফিরোজ, মগবাজার, ২২/০৩/২০২১