স্বপ্নময় প্রাসাদ গড়বো বলে
পৃথিবীর মাটির উপর অবিরত বুক ঠেলে ঠেলে
তিল তিল করে এগিয়ে যাওয়া
আজ ঘিরে ধরা বড্ড ক্লান্তির অবসাদ
কর্ণকুহরে ঝরাপাতার কষ্টের গান বাজে সর্বক্ষণ
মাঝে মাঝে দমকা বাতাসে
পুরোনো জীবনপঞ্জির খসড়া পাতাগুলো
এক, দুই, তিন …
উল্টাতে থাকে বারবার, ক্রমেই হারিয়ে যেতে থাকি ।
অনুভবের মিতালী হয়েছে আজ
কোন এক নিভৃত নিকুঞ্জে, বড়ই পুরোনো সে আলয়
আচ্ছা, কেমন ছিল স্বপ্নের কলি !
আবছায়া মিটমিটে আলোতে
পিছনের পাতাতে ঘুরপাক, আবার ফিরে দেখা
কোন বাড়াবাড়ি নেই
কোন বিভোরতা নেই
বিজন কূজনে প্রতি পলে পলে
জড়িয়ে থাকা আটপৌরে সুখ
কেবলই সচেতন সরলতায় অকম্পিত সচলতা ।
ফিরোজ, দিলকুশা, ১২/০২/২০১৮