হয়ে দর্পে বিধাতাপুরুষ, বেঁধে রাখবে কি ধরা?
দুর্বিনীত মহাফুৎকারে, উড়ে যাবে সব ওরা!
তাঁর হাতে এক প্রান্ত, পড়ে সংযত রশির টান
ভূতলে পতনে সহসাই, তুমি হয়ে যাবে ম্লান।
আপন মাটির কাছাকাছি, শূন্যে নয় বসবাস
অহঙ্কার, গর্ব, আভিজাত্যে কভু ফেলোনা নিঃশ্বাস
শিকড়ের টান আপনার, ভালোবাসা অনাবিল
ময়দান খোলা, ঐ দিগন্তে, অবিরত ওড়ে চিল।
চেতনার বিমূর্তায় কেনো আপন স্বার্থের গান?
তোমাদের প্রচ্ছন্ন প্রশ্রয়ে জ্বলে ওঠে হিংস্র প্রাণ
আপনার ব্যাপ্তি বোধে যতি, আর পরিমিত গতি
ভালোবাসায় ভালোবাসায় ফিরে আসুক সুমতি।
বিমূর্ততা মূর্ত করো, এসো আপন মাটির কাছে
চেতনার ধোঁয়াটে দেয়াল, ভেঙ্গে ফেলো, সব মিছে।
ফিরোজ, মগবাজার, ০১/১২/২০২০