এলাকার জামাই
ধান্ধাতে কামাই
ধুর বেটা ধুর
গম্ভীর সুর
টাকা কচকচ
জুতা মচমচ
মুখে দেয়া আদা
পাঞ্জাবি সাদা
জামাতার বেশ
নেই কোন শেষ
খাস দিলে ধোপা
দিয়ে গেল সোফা
শশুরের দেশ
পরিপাটি কেশ
কেউ নয় পর
সজ্জিত ঘর
ভাবে সুখ সুখ
হাসি হাসি মুখ
সারে চুপি চুপি
মহাবড় সুফী ।
ফিরোজ, দিলকুশা, ১৮/০৯/২০১৯