বড় ভালো আছি, সুখেই আছি
আঁকাবাঁকা নদীমাতার বক্ষে
তরতাজা তরতরে সুখের নহরস্রোত !
কেবল একটুখানি … !
পাকাপোক্ত অভঙ্গুর চেয়ারের তাপে
একটু একটু ঈশ্বর হয়ে ওঠা
অতঃপর বেতের স্থলে জায়গা নিলো
শান্তিরক্ষির আধুনিক লাঠি
ভারী দুর্বার অমানবিক
আগ্নেয় নলগুলো অবারিত, ছিপিখোলা
বারুদের ফলগুলি বেহিসাবী ছোটে
স্তব্ধ মুখ, চোখ, হাত, এমনকি পা-ও
পারলে চিন্তার দোয়ারে ঝুলিয়ে দেয় তালা
অহরহ তাড়া করে নিরুদ্দেশের কবিতা
অর্থশাস্ত্রে পুনঃপুন অসুস্থ-দুস্থ সমাচার
দেশী গাভীর দুধ ফতুর, দুধেল গাভীও নিঃশেষ
অথচ দিগন্তের বাক্সগুলোতে অর্থের প্রাচুর্যতার খবর
কেবল অন্ধচোখে পাপীর খোঁজ
বৃদ্ধলোকের হুমকি শোনা যায় আদালত পাড়ায়
ভদ্র, সজ্জন ভরসাহীন
নাগরিকের দীর্ঘশ্বাসে উন্নয়নের মহিমাকণ্ঠ
গ্রাম-নগর, পথে পথে ভাঙা ব্যান্ডের কোরাস
আহা ! উন্নয়নের মহাসড়ক … ।
বড় ভালো আছি, সুখেই আছি
নদীমাতার বক্ষে
তরতাজা তরতরে সুখের নহরস্রোত !
ফিরোজ, দিলকুশা, ১৫/০৩/২০১৮