তখন বেশ দামী ব্রান্ডের পরিচ্ছদ ছিলাম
গায়ে চড়ালে নানা রঙে ব্যক্তিত্বের বিচ্ছুরণ ঘটত
বেশ খাতির করে কোন একজন গায়ে চড়িয়েও নিলো
কেতাদুরস্ত - ভারী ফিটফাট
কুল, মান, জাত হলো আলোকিত টইটম্বুর
আর হয়ে উঠলো এক গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব
সময়মতো যত্ন-আত্তি, ধোপদুরস্ত, চকচকে, ফকফকে
ভেসে চলে নৌকা তৃপ্তি ও আনন্দের সাগরে
সময় তৃপ্তিকর হলে, বেলা খুবই সংক্ষিপ্ত মনে হয়
এবং কালের ভাঁজে ভাঁজে ঘুণপোকারা বেড়ে উঠতে থাকে
বিবর্ণ ও মলিন হতে থাকি একটু একটু করে
দিনে দিনে পশ্চিম দিগন্তে হেলে পড়ে সূর্য
আকর্ষণ হারালে খাতিরও কমে যায়
এখন আর গায়ে চড়তে পারি না
হঠাৎ একদিন ময়লা পরিষ্কারের ন্যাকড়া হয়ে গেলাম
কিছুদিন হয়তো এভাবেই কাটবে
জঞ্জালের সাথে কোন একদিন ডাস্টবিনের দেখা মিলবে
অতঃপর মিলিয়ে যাবো শূন্যতায় এবং অস্তিত্বহীনতায় ...
The Won-words of a Dusty Costume
Then I was a costume of quite expensive brand
His personality was dispersed in different colours when anyone wore me
Someone even took care of me and put on his body
Fashionable - heavy spike and spin
Clan, fame, community were over flowing in light
And became a personality of sobriety
Timely caring and attiring, washing, shiny and a very fair-complexioned
The boat floated in the sea of pleasure and joy
When the time is satisfying, it seems very short
And the worms keep growing in the folds of time
I continue to fade and get dirty little by little
Day by day, the sun was slanting on the western-sphere
Loss of interest also loses of caring
Now I can't be wore by him
Suddenly one day I have became a dirty tatters
Some days may be passed like this
One day I will meet the dustbin with the garbage
Thereafter, I will merge into emptiness and non-existence ...
ফিরোজ, মগবাজার, ০৫/০৫/২০২০