আমার একজন সুন্দরী সোহাগী, একখানা
মনোরম এপার্টমেন্ট
আরো আছে ভারী সুন্দর মনোমোহন সিডান কার
কলিজায় গেঁথে রাখা সন্তান-সন্ততি
বিলাসী জীবনে - সব পাওয়া, কি নেই উপভোগ্যের!
তবুও শূন্যতা ভর করে অন্তরে
ঠমকী মুগ্ধতায় ক্ষণিকের মোহ-মায়া
অস্থায়ী আকরে জাঁকজমক সাজানো বাগান
অস্থির চমকে জমকালো প্রলোভন
কেবল তাল-লয়হীন মনের স্পন্দন৷

ছুটে যায় প্রাণ - একটি স্থির বেনামী কবিতার প্রতি
যার কোন বিলুপ্তি নেই
এমন এক কবিতা, যে মৃত্যুর সিঁড়ি বেয়ে-
নেমে যায় একান্ত নিমগ্নতায় ...৷

ফিরোজ, মগবাজার, ২৩/১১/২০২৪