একটি শহর ঢাকা
জাঁকজমকে আঁকা,
কারো কারো সোনার বাটি
আসনটি তার পাকা
নীলাভ দুঃখে অপার কাঁদন
অন্তর করে ফাঁকা।
জটে জটে যান
সময় জটে গান,
কীর্তি বয়ান না কহনে
থাকবে নাতো মান,
শহরবাসী হয় না নিরাশ
এই বুঝি পায় ত্রাণ।
উনি নতুন রাজা
উঠলো কোলে পাঁজা,
সকল সংকট সমাধানে
দিচ্ছে কেবল সাজা,
নগরপিতা হুঁশ হারালো
হুঁশের বাক্সে গাঁজা।
ঐ তো চাঁদের দেখা
নীল আকাশে একা,
তেলেস্মাতি কাণ্ড নিয়ে
নতুন মুখে ন্যাকা,
শহরবাসীর মুখে মুখে
দিচ্ছে কেবল ছ্যাঁকা।
একটি শহর ঢাকা
হাওয়ায় ওড়ে টাকা,
নীল দহনে বেদন অপার
ঘুরছে গাড়ির চাকা,
যন্ত্র ঘোরে দানব ঘোরে
মানব মনটি বাঁকা।
এসো দিতে থাকি ঝাঁকি
এসো ঢাকা শহর ঢাকি।
ফিরোজ, দিলকুশা, ০১/০৯/২০২১