সময় যখন অসময়ে রূপান্তরিত
খাজাঞ্চির চাবি উঠে যায় লোভী বানরের হাতে
অনৈতিক বাক্সের অভিমুখী বিত্ত ও ধন
ক্ষমতা আর অস্ত্রের নৃত্য চলে-
দুর্বিনীতের উঠোনে
মাফিয়ার চক্রজালে-
সম্পদের মালিকানা হতভম্ব-দিশেহারা
নিরুদ্দিষ্ট পাখিদের ক্রমাগত বর্ধিত অঙ্ক-
স্বজনের উহু উহু বিলাপের ধ্বনি
এমন উদ্ধত মৌসুমে বাতাসের কানাকানি
অন্তরে ময়লা, বিশ্বাসে ময়লা, কর্মেও ময়লা
অকল্পনীয় নাজুক জমানায়
গোলাপের জলে ঢেকে রাখা বিষ্ঠার দুর্গন্ধ
মহাজলোচ্ছাসে ভেসে যাক সবকিছু
পরিশুদ্ধতার কথা বলছি-
বিশুদ্ধির ক্ষারকে মহাআন্দোলিত এক সুনামি চাই
কি নিদারুণ জগাখিচুড়ির মৌসুম!
পরতে পরতে জমে জমে কুৎসিত ধূসর ধূলিকণার পর্বতমালা
ছিন্নভিন্ন, ভেঙ্গে খান খান হোক
ডিনামাইট, শেল, মর্টারে, আরো আরো বিস্ফোরণে
পূত-পবিত্রতার কথা বলছি-
প্রচণ্ড আলোড়নে একটি ভূমিধ্বস বিপ্লব চাই
ফিরোজ, মগবাজার, ২০/০৭/২০২২