বেদনাহত বুকচেরা অন্তক্ষরণের মুহূর্তগুলোয়
ক্রমাগত উল্টাতে থাকে ক্যালেন্ডারের পাতা
বন্ধ ছিল শক্ত গরাদের কপাট
বাতায়নের ফাঁক গলে দৃষ্টি বেরিয়ে পড়ে
সেদিনের ভোর ছিল রাঙা সূর্যের আভায় বিগলিত
চাপা হাসির আলোকিত ভোর
খোপায় ওরা শিউলি ফুলের মালা বিঁধে হেঁটে যায়
একসময় মিলিয়ে যায় খিলখিল হাসির শব্দ
মধুবালা জানে না ওদের গন্তব্য
হয়তো পায়ের ছাপ ফেলে চিহ্ন রেখে যাবে
বিশাল খোলা ধু ধু প্রান্তরের পরে, আরো দূরে
আকাশে মাথা উঁচু তালগাছ একাকী দাঁড়িয়ে
মধুবালার দ্যুতিময় চোখ, এখনো সে স্বপ্ন বোনে ...
ফিরোজ, দিলকুশা, ০৫/০৩/২০২০