এখানে সেখানে আমাদের চারিপাশ
ঢেকে গেছে এক অদ্ভুত অন্ধকারে
কালো রঙের কীটেরা খুবই সম্ভ্রান্ত যখন
সাদা মনের নিরীহ সব ক্রমাগত পদদলিত
মূর্খদের সদম্ভ পদচারণায়
মাটির তলদেশে জ্ঞানীদের আশ্রয়
বিবেকবোধ শূন্যতায় ক্ষমতার মস্তিষ্ক
কালো আর নীল বলয়ে বিচারালয় অভিভূত
বেহিসাবী বারুদের গন্ধ আগ্নেয়াস্ত্রের নলে
দণ্ডের হাতগুলো সবলের প্রতি শিথিল
কঠোরতায় কাঁদে দুর্বল প্রতিনিয়ত
অসংগতির দোলনায় আরোহী স্বপ্ন
স্বপ্নে-স্বপ্নে বিভোর হয়ে
কেবল উন্নয়ন-দুর্নীতির বিস্তার
ভারী বিস্মিত সময়ের ঘড়ি টিং টিং বাজে
সে এখনই এক অদ্ভুত অবকাশ চায়!!
ফিরোজ, দিলকুশা, ২৫/১২/২০১৭