একদিন শখের বশে
পাহাড়ের চূড়ায় উঠেছিলাম
মনে হলো দুপায়ের নিম্নতলে
সবই যেন ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর
বিভ্রমে উদ্ধত বুক, মুখ, স্পর্ধিত হাত
ধরাধামের ধুলায় মিটিয়ে দেবো সব
মহা এক পরাক্রমী ।
হঠাৎ, এক পাথুরে ধাক্কায়
ক্রমাগত পতন
জংলি কাঁটার ঘায়ে ক্ষতবিক্ষত দেহ
লতার মতো নেতিয়ে পড়ে লজ্জিত ছায়া
অতঃপর, নেমে এলাম সমতলের কাছাকাছি
মিশে গেলাম সমতলের মাটিতে
একটু একটু করে মানুষ হলাম
অবশেষে আমার বিজয় হলো ।
ফিরোজ, দিলকুশা, ২৯/০১/২০১৮