একান্নটি বৎসর বদ্ধ পিঞ্জরে ঘুরেছি
এখনো আত্মার খোঁজ পেলাম না …!
তাই পায়ের তলায় পিষে দিলাম অনুরাগ
টুকরো টুকরো যন্ত্রণা পাথরের কঙ্কর হয়ে
তীব্র শক্তিতে পৃষ্ঠদেশে ঘষে দিল
আহ! কতদিন কাঁদিনি …
আত্মা নেই, হৃৎপিণ্ডটিও ঝাঁঝরা হয়ে
বাতাসে দোল খায়
একবার পশ্চিমে, একবার দক্ষিণে
একবার পূর্বে, একবার উত্তরে … এভাবে
একফোঁটা চোখের জল যদি একটি সমুদ্র হতো!
সেই সমুদ্রের গহিনে নিজেরই ছায়া
কতো জাহাজের আনাগোনা
কতো মাঝিমাল্লার ছোটাছুটি … কতো ব্যস্ততা
সেই ব্যস্ততার মধ্যেও নিবিড় একা
দুর্ভেদ্য কাচের প্রাচীরে ঘেরা।

ফিরোজ, মগবাজার, ১৫/১০/২০২৪