একদা এক মায়ের বুকে
তির ছুঁড়েছে কেউ
প্রতিবাদে উঠলো ফুঁসে
এক সাগরের ঢেউ।
কেউ এলো না ঢেউয়ের পাশে
একাই বাঁধে সুর
একলা একা লড়াই করে
বিজয় কতো দূর?
মেঘের ছায়া ছেলের চোখে
বুকে বেদন ভার
এমন দিনে সহায় খোদা
বিঘ্ন করেন পার।
খোদার ছকের নেই তুলনা
একাই তিনি সব
ভর্সা হলে তাঁরই তরে
হারবে কুশীলব।
ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪