আমাদের আবার ঘুমিয়ে পড়া উচিত
আমাদের আবার মরতে চাওয়া উচিত
যদি ঘুমের মধ্য হতে সচেতনতার কুঁড়ি জন্মে !
আমাদের মৃত্যু যদি জীবনকে উদ্ভাসিত করে !
বড় আশা ঈশ্বর আমাদের ফিরিয়ে নিবেন
বহু পর্দার রহস্যময় গভীর হৃদয়ের কাছে
অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি
আমাদের পিছে পিছে তিনি পথে নামবেন

ওহ ! শুরু হবার এখনো অনেক দেরি
ওহে কুম্ভকর্ণ ! দীর্ঘ ঘুম ভেঙে জেগে ওঠো
চিনে নাও সকাল ও সন্ধ্যাকে
শীতকে, গ্রীষ্মকে এবং বর্ষাকে
ক্ষুধিত হও, জ্বলন্ত কয়লার পিপাসায় বিদ্ধ হও
মৃত্যুকে পরিহার করো
খুব দ্রুততর সময়ের গণনা হোক শুরু
বিদ্রোহের স্তুতি গাও
প্লাবনে প্লাবনে ভেসে যায় জনাশ্রয়
কে আমাদের পুনরুত্থান ঘটাবে ?
কাপুরুষ কী কভু পুনরুদ্ধারে সমর্থ ?
আমাদের জনাশ্রয়ে প্রভু কে ?
তাঁর আগুন মোমবাতিতে নিঃশেষ করে প্রাণ
তাঁর অনিষ্টে চোখের জলে ভেসে যায় জীবন

                                        (ক্রমশ)

ফিরোজ, দিলকুশা, ০৯/০৯/২০২০