তোমরা কী মরীচিকা হতে পান করতে বলো ?
বৃষ্টি চাই, বৃষ্টি চাই
আকাশে আকাশে অনঙ্কুরিত বীজের বিলাপের ধ্বনি
পানিবিহীন মাঠ, ধূসর প্রান্তর
জনাশ্রয়ে তৃষ্ণার আর্তনাদ
ঝুড়িগুলি খালি, শস্য নেই, ফল নেই, ফুল নেই
হে বৃষ্টি ! তুমি এলে শেষে
তবে তোমার সাথী কে ? উপচে পড়া প্রবাহ ?
মাঠ ডোবে, শস্য ডোবে, ফসল ডোবে
ঘর ডোবে, জনাশ্রয়ে প্লাবন
বৃষ্টির সাথী উপচে পড়া প্রবাহ
মাঝ মাঠে তালগাছটি শির উঁচু দাঁড়িয়ে … !

                                                (সমাপ্ত)

ফিরোজ, দিলকুশা, ০৯/০৯/২০২০