একটি নদী স্রোত হারালো
থামলো মরু ঝড়ে
উষ্ম রোদে তপ্ত বালু
আগুন খসে পড়ে।
ঐ আগুনে তপ্ত হাওয়া
আগুন জ্বলা বুক
মন পুড়ে যায়, গান ভুলে যায়
জড়িয়ে ধরে দুখ।
সেই নদীটির অগ্নিদাহ
বুকের উপর চরা
স্রষ্টা আপন, থাকেন কাছে
দূর করে দেন খরা।
মুমিন মনে থাকেন খোদা
এক আহাদের অস্তি
সব বিপদে সবর কোরে
কষ্টের সাথে স্বস্তি।
ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪