মুখে তালা
পিঠে ঝোলা
পায়ে শিকল পরা
ঈদের চাঁদ
আর্তনাদ
বুকের মধ্যে চরা ।
তেলে জলে
খেলা চলে
ধানের দামে বিপন্ন
বুকে জ্বালা
মুখও কালা
ঈদের চাঁদ বিষণ্ণ ।
দেখে রাখো
কাছে থাকো
আছে যতো নিরন্ন
হৃদে ক্ষতো
ব্যথা ততো
ফুঁসে উঠা আসন্ন ।
ফিরোজ, মগবাজার, ৩১/০৫/২০১৮, সকাল ১০.৪৫