এই হাত কেনো দেখে ভয় পাস?
এই হাত যা-ই লেখে সত্য
জালিমের ঠিকানায় হানা দেয়
খুঁজে খুঁজে মারে সব দৈত্য।
এই হাত জুলুমাতে ফুঁসে ওঠে
কালোগুলো লিখে দেয় নিত্য
এই হাত রাহাজানি করে ফাঁস
জনে জনে তুলে ধরে কৃত্য।
এই হাতে পাতা ফাঁদ কাটা হয়
এই হাত নয় কারো ভৃত্য
নিপীড়নের পথে পথে বাঁধা হয়
দেখে হাত ভালো হয় চিত্ত।
এই হাতে ছোঁয়া পেয়ে কাঁধে কাঁধ
প্রতিবাদে ওঠে হাত ঊর্ধ্ব
এই হাতে ভাঙ্গা হয় সব বাঁধ
বোঁটা ছিঁড়ে ঝুটা করে শুদ্ধ।
অকারনে ফাঁসে যদি বারবার
অবিচল হাতে হাত বান্ধা
এই হাত পাশে থাকে আরবার
চিরে চিরে ছিঁড়ে ফেলে ধান্ধা।
এই হাতে তোদের এত ভয় কি?
অবিচারে করে যাস বন্দি?
এই হাতের মুঠি ওঠে তাই কি?
তবে শোন-
এই হাত করে নাকো সন্ধি।
ফিরোজ, মগবাজার, ১৭/০৯/২০২৩